ছাত্র শিবির শীর্ষস্থানীয় জঙ্গী গ্রুপ হিসেবে তালিকাভূক্ত

    0
    220

    আমারসিলেট24ডটকম,২৫ফেব্রুয়ারীঃ জামাতে ইসলামীর ছাত্র সংগঠন  ইসলামি ছাত্র শিবির বিশ্বের শীর্ষস্থানীয় সশস্ত্র সন্ত্রাসী-জঙ্গী গ্রুপ হিসেবে তালিকাভূক্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন সম্প্রতি যুদ্ধাপারাধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ছাত্র উইং বংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এ তালিকায় অন্তর্ভূক্ত করেছে। বিশ্বের শীর্ষ সশস্ত্র সন্ত্রাসী-জঙ্গী গ্রুপ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস সম্প্রতি গ্লোবাল টেরোরিজম এন্ড ইনসারজেন্সি এটাক ইনডেক্স শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গত রবিবার আইএইচএস তাদের নিজস্ব ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে তারা বিশ্বের ১০ শীর্ষ সশস্ত্র জঙ্গী গ্রুপের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ৩ নাম্বারে দেখিয়েছে। এ তালিকায় প্রথমে রয়েছে বারিসান রিভলুসি নাশনাল (থাইল্যান্ড) এবং দ্বিতীয় অবস্থানে আছে তালেবান। এছাড়া ইরাকি আল কায়েদা এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (ভারতীয় মাওবাদী) সংগঠনও এ তালিকায় স্থান পেয়েছে।
    প্রসঙ্গত আইএইচএস হলো আন্তর্জাতিক একটি তথ্য সরবরাহকারী গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের গবেষকরা বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে নানা ধরনের গবেষণা চালায়। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনীতি, ভূরাজনীতি, স্থিতিশীলতা এবং পণ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে তাদের আগ্রহ বেশি। ৩১টি দেশে তাদের ৮ হাজারেও বেশি লোক কাজ করে।
    আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেরোরিজম এন্ড ইনসারজেন্সি এটাক ইনডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ বছরে সারাবিশ্বে বেসরকারি সশস্ত্র গ্রুপগুলোর হামলার ঘটনা বেড়েছে। ২০০৯ সালে বিভিন্ন স্বাধীন সংবাদ উৎসের হিসাবে সারাবিশ্বে ৭ হাজার ২১৭টি এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। ২০১৩ সালে তা ১৫০ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫২৪ গিয়ে দাঁড়িয়েছে।