ছাত্রসেনার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ

    0
    211

    আমারসিলেট24ডটকম,২২জানুয়ারীঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর হত্যাকারীদের শাস্তির দাবীতে চট্টগ্রামে বিভাগীয় ছাত্র সমাবেশ সমাপ্ত হয়েছে। বুধবার সকাল থেকে চট্টগ্রামেের ঐতিহাসিক লালদীঘির ময়দানে এই সমাবেশের কর্মসুচি শুরু হয়।

    ২০ দলের হরতাল-অবরোধের মধ্যেও হাজারো শান্তিপ্রিয় ছাত্রজনতার অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত  হল এই ছাত্র সমাবেশ।

    ছাত্রসেনার বিভাগীয় ছাত্র সমাবেশে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী  বলেন, যারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তারা আদর্শিক রাজনৈতিক দল হতে পারে না। তারা তাদের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে প্রমাণ করুক, তারা সত্যিকারের আন্দোলনকারী!

     তিনি আরও বলেন,জানি তারা তা পারবে না। কারণ, তারাও জানে এদের আন্দোলন জাতির জন্য নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই আদর্শিক কাফেলা হিসাবে ছাত্রসেনার কোন বিকল্প নাই। রাজনীতিবীদদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে গিয়ে জিঙ্গেস করুণ, তারা কোন ধরনের রাজনীতি চাই। তাদের কাজ থেকে রাজনীতি শিখুন।

     এ ছারাও চট্টগ্রামে বিভাগীয় ছাত্র সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী যুবসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন দরবার শরিফের সাজ্জাদানশীল পীরগন তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করেন ।