ছাতক হাইস্কুলে শিক্ষক আলিম উদ্দিনের বিদায় সংবর্ধনা

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মে,চান মিয়াঃ  ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাও. আলিম উদ্দিনের অবসরকালীন বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক দেলোয়ার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী।

    বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, মাও. আলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিছবাহ আহমদ, প্রাক্তন ছাত্র শামছুদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক দিলীপ রঞ্জন দে, আবুল খয়ের, মনিরুজ্জামান, শিক্ষার্থী আব্দুল মোতাকাব্বির আকিফ, আখলিমা বেগম, আশরাফুন নাহার মেমোরি, আরিফুর রহমান রিজভী, লিখন সাহা। মানপত্র পাঠ করেন ছাত্রী ফারিহা ইসলাম টিফলা।

    প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধূরী বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বলেন, শিক্ষকের বিদায় প্রতিষ্ঠান থেকে হলেও ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের হৃদয়ে তার অবস’ান থাকবে দীর্ঘদিন। শিক্ষক মাও. আলিম উদ্দিনের অবদান এ প্রতিষ্ঠানের অঙ্গে-অঙ্গে রয়েছে। তাঁর ভলোবাসার চাঁদরে আবৃত পাঠদান শির্ক্ষাীদের সহজে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এ শিক্ষা গুরুর সদাচরন, শাসন,ে ্লহ-মমতা আমাদের কাছে চিরদিন দৃষ্টান- হয়ে থাকবে। তিনি আরো বলেন, স্যার আলিম উদ্দিন ছিলেন একজন বহুগুনের অধিকারী ব্যক্তিত্ব। তাঁর অবসরকালীন বিদায়ে সৃষ্ট শুন্যতা আমাদের অনেকদিন ব্যতিত করবে। সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে প্রধান অতিথি বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।