ছাতকে হাফিজ আব্দুল গণি বিদ্যালয়ে স্বাধীনতা দিবস

    0
    208

    আমারসিলেট24ডটকম,০২এপ্রিলঃ ছাতকের তাজপুরস্থ হাফিজ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের্ যালী, ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপে প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গত ২৬শে মার্চ সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা প্রবাসী হাবিবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাসক ডাঃ ওয়াকিল উদ্দিন জোয়ারদার, শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট শাখার ম্যানেজার তোফায়েল ইয়াকুব, ইঞ্জিনিয়ার রজি উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা শীম আহমদ, শিক্ষানুরাগী সালেহ আশরাফ, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ জাবে ও ফাহাদ আহমদ প্রমুখ।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ দত্ত, পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সদস্য সমছুর রহমান সাজন, জালাল উদ্দিন, সমুজ মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশিকুর রহমান, শাহজান চৌধুরী আব্দুল্লাহ, মাওলানা ফিরোজ আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন মিয়া, আকরাম হোসেন, মাওলানা আব্দুল কদ্দুস, শিক্ষিকা মাজেদা নাহার, ফারজানা বেগম, স্থানীয় সাদেক আহমদ, লাল মিয়া, জলাল উদ্দিন, ডাঃ নাহিদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের ৬৮জন ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার দেয়া হয়।