ছাতকে সপ্তার ব্যবধানে দু’প্রবাসীর বাড়িতে আবারও ডাকাতি

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মে,চান মিয়াঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার এক সপ্তার ব্যবধানে দু’প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন প্রবাসী পরিবার। বরাবরের মতো এখানে প্রবাসীদের প্রতি টার্গেট রয়েছে ডাকাতদের। ফলে আইনশৃঙ্খলা অবনতি ঘটছে।

    জানা যায়, সোমবার গভীর রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত ছোরাব আলীর ছেলে তারাজুল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

    ১২/১৪জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতরা গ্রিলের তালা ও দরজা ভেঙ্গ ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে প্রত্যেক সদস্যদের হাত-পা বেঁেধ  নগদ ১৫হাজার টাকা, ২১ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেটসহ প্রায় ১৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

    খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে আসলে ডাকাতরা গুলী ছুড়ে মালামাল নিয়ে মর্যাদ গ্রামের দক্ষিণ দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরীসহ একদল পুলিশ মঙ্গলবার ভোর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    এদিকে ১৩ মে বুধবার গভীর রাতে  ছাতক সদর ইউনিয়নের কাজীহাতা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে সৌদি আরব প্রবাসী লায়েক আহমদের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। ৮/১০জনের সংঘবদ্ধ ডাকাতদল প্রবাসীর বসত ঘরের সামনের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা, ১২ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে প্রবাসী লায়েক আহমদ (৩২), স্ত্রী রুনা বেগম (২২) ও ছোট বোন খালেদা (২১) আহত হয়। স্ত্রী ও বোনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলে গুরুতর আহত প্রবাসীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজীহাটা (নোয়াগাঁও) গ্রামে অভিযান চালিয়ে মৃত আক্রম আলীর পুত্র সাদক আলী (৩৫), নুরুল হকের পুত্র হুসেন মিয়া (৩২) ও মৃত রইছ আলীর পুত্র তৈয়বুর রহমান ওরফে গেদা (২৫) কে আটক করে।