ছাতকে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহতঃআহত-১০

    0
    404

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৪ সেপ্টেম্বর ,চান মিয়া,: ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত ও ১০ব্যক্তি আহত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের সাবেক মেম্বার নীলু আহমদ মস্তান ও একই গ্রমের ময়না মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ময়না মিয়ার পক্ষের কবির আহমদ (৩০) ও বতু মিয়া (৪০) গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দু’জন মৃত্যু বরন করে। এঘটনায় শ্যামল মিয়া (৩০), রাজা মিয়া (৪৫), আবদুল করিম (৫০)সহ আরো ১০ব্যক্তি আহত হয়েছে।

    গত রমজান মাসে পীরপুর জামে মসজিদ থেকে তাবলীগ জামাতকে ইফতারের পূর্বে বের করে দেয়ার ঘটনা নিয়ে মস্তান মেম্বার ও ময়না মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    এনিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময়ে ভয়াবহ র্সঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে বলে থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।