ছাতকে তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে মেধাভিত্তিক পুরস্কার

    0
    341

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪আগস্টঃ ছাতক উপজেলা প্রধান শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ বলেছেন, নতুন প্রজন্মকে সুশিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি আরো বলেন, লেখাপড়া শিখে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের নিজেদেরকে উজার করে দিতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। ছাতকের তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালের মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিদ্যালয়ের পাঠাগারের উদ্বোধন এবং উপজেলা শ্রেষ্ঠ শিক্ষিকা সবর্ণা দেকে সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার দুপুরে ছাতকের তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট ব্যবসায়ী ও তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতা আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাতক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ।

    অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, সহকারী শিক্ষিকা বিপাশা দে, সবর্ণা দে, পুষ্পিতা রাণী দে, এলাকার মুরব্বী সমুজ মিয়া, মামুন আহম মুন্নান মেম্বার, বিশিষ্ট মুরব্বী ফজর আলী, ফখরুল ইলাম, আমরু মিয়া, সমুজ আলী, শাহাব উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক উপজেলা প্রধান শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ’র কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে সবর্ণা দেকে ক্রেষ্ট প্রদান, ২০১৪ সালের মেধাভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র আহসান হাবিব ও নবির হোসেনকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও বই প্রদান করেন। পরে অতিথিবৃন্দকে ক্রেষ্ট তুলেদেন তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি