ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষঃ আহত-২৫

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মার্চ,চান মিয়াঃ সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের তজম্মুল আলী ও জামাল উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তজম্মুল আলী বাড়ির পাশের ধানক্ষেতে সেচ দিতে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে জামাল উদ্দিন ও তার লোকজন এসে হামলা চালায়। আহত তজম্মুল আলীকে রক্ষা করতে এসে হামলার শিকার হন তার ছেলে ময়না মিয়া ও ছেলের বউ মিনারা বেগম।

    খবর পেয়ে তজম্মুল আলীর পক্ষের লোকজন ঘটনাস্থলে আসলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে উভয়পক্ষের আট জনকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।”