ছাতকে আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

    0
    203

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জানুয়ারী,চান মিয়া,সুনামগঞ্জঃসারা দেশের ন্যায় ছাতকে নতুন বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। সোমবার ১.১.২০১৮ইং সকালে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশানর (ভুমি) সোনিয়া সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ও এসএমসির সহসভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, এসএমসির সদস্য পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী স্বপন পাল প্রমুখ।

    এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক রশিদ আহমদ, শিক্ষার্থী সোহানা সিনথি রীমা, আবিদা রহমানী আনিকা, নৌরিন সুলতানা প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষক মাওলানা আছহাব উদ্দিন ও গীতা পাঠ করেন শিক্ষক রমানন্দ চক্রবর্ত্তী।

    এসময় এসএমসির সদস্য সালেহ আহমদ, আব্দুল করিম, কাজী আমিনুল হক, শামছুল আলম তালুকদার, পিটিআই সদস্য এখলাছ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণকালে কমিটির সভাপতি সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক হেলালুল ইসলামসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে বই বিতরণী উৎসবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশানর (ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মুকুল, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, মিছবাহ উদ্দিন, চন্দন দে, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভাশেষে বিদ্যালয়ের ১হাজার ৫শতাধিক শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে উৎসবের আনন্দে মেতে উঠেন। আড়াই শতাধিক প্রতিষ্ঠানে বই উৎসবে সকাল থেকে ব্যস্ত সময় কাটান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চেীধুরি বকুল, নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় বাগবাড়ি, মন্ডলীভোগ প্রাথমিসক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠান বক্তব্য রাখেন, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

    এভাবে গোবিন্দগঞ্জ, জাউয়া, আলমপুর, মোহনপুর, রাজাপুর, গোবিন্দনগর, বারগোপিস, নোয়াগাঁও, নয়ালম্বাহাটি, হাসনাবাদসহ ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক জালালিয়া, দিঘলী রহমানিয়া, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাঁও, গোবিন্দনগর, ধারণ, কালারুকা, খরিদিচর, বুরাইয়া, দশঘরসহ ২৪টি মাদরাসা ও ৪৪টি ছাতক ও গোবিন্দগঞ্জ বহুমূখি, হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়, পাইগাঁও, সমতা-কামারগাঁও, মইনপুর, সিসিএফ, এসপিপিএম, নতুনবাজার-ধারণ হাইস্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, স্কুল ও মাদরাসা প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। দোলারবাজার ইউপির কুর্শি সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গণি, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, হায়দার আলী রাজু, আব্দুল হক তালুকদার, মাষ্টার সফিকুর রহমান, আব্দুল মতলিব, নূরুল হক, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সদস্য আব্দুল ছালিক মিলন তালুকদার, ইছবর আলী, ডাক্তার আফরোজ আলী, আব্দুল খালিক, নজির আলী, সাহেল মিয়া, কমর আলী, আব্দুস ছুবহান বাধাঁই, মিজানুর রহমান, জালাল উদ্দিন, লায়েক আহমদ, সুমেশ চন্দ্র দাস প্রমূখ। কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসায় বই উৎসবে সূপার মাওলানা রশিদ আহমদ, নূরুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল ছালিক মিলন তালুকদার, সুনা মিয়া, সাহেল মিয়া, সূরুজ আলী, মেহাম্মদ আলী, জসিম উদ্দিন, আব্দুল ইসলাম, গোলাম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

    এদিকে কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য হায়দার আলী রাজু, প্রধান শিক্ষিকা সালমা বেগম, সহকাি শিক্ষক কবির আহমদ ফিরোজ, নূরুল আমিন, কনা মিয়া প্রমূখ। দক্ষিণ কুর্শি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতি ফয়াজ আলী, প্রধান শিক্ষক সফিকুর রহমান, মুজিবুর রহমান, দক্ষিণ কুর্শি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যায়ে বই উৎসবে সভাপতি কবি নূর আলী, প্রধান শিক্ষিকা সফেরা বেগম, সহকারি শিক্ষক আব্দুল কদ্দুছ, আব্দুল লতিফ, আলী হোসেন, আব্দুল ছালিক মিলন তালুকদার, আব্দুল খালিক, নজির আলী, আব্দুল হান্নান প্রমূখ। উত্তর খুরমা ইউপির ৪৭নং আলমপুর বিদ্যালয়ে বই উৎসবে সভাপতি আব্দুল ওয়াদুদ ছামি, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, মুক্তিযোদ্ধা আরব আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ইউপি সদস্য নূর উদ্দিন, সোনাফর আলী, শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সুমা রানী দত্ত, মোহনারা বেগম, নবুয়া বেগম, আব্দুল হেকিম, রমজান আলী, আলী আহমদ, আসক আলী রানাসহ শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য ব্যক্তিবর্গও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।