ছবি তোলা হারাম দেওবন্দ মাদ্রাসা শিক্ষকের ফতোয়া

    0
    276

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর : এবার ছবি তোলাকে হারাম বলে ফতোয়া জারি করেছে ভারতের বিখ্যাত ওয়াহাবী মতবাদী দেওবন্দ মাদ্রাসার শিক্ষক। তবে পরিচয়পত্র বা পাসপোর্টের ছবি তোলাকে জায়েজ বলা হয়েছে। মাদ্রাসাটির প্রধান অর্থাৎ মোহতামিম মুফতি আবদুল কাসিম নোমানি এ ফতোয়া জারি করেছেন। তিনি বলেন, ইসলাম কোনোভাবে ভিডিও বা চিত্রধারণকে স্বীকৃতি দেয় না। ভারতের জাতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি আরো বলেন, চিত্রধারণ সম্পূর্ণ অনৈসলামিক। পরিচয়পত্র বা পাসপোর্টের প্রয়োজন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ছবি তোলাকে ইসলাম বৈধতা দেয় না ?
    এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, পৃথিবীর সবচেযে বড় তীর্থস্থান সৌদি আরবে মক্কায় ছবি তোলার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। সেখান থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও হজের সম্পূর্ণ প্রক্রিয়া এবং নামাজও সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে। এ প্রসঙ্গে জানতে চাওয় হলে মুফতি নোমানি বলেন, সৌদি আরবে এমনটি করতে পারলেও তারা এ ধরনের কার্যক্রমকে স্বীকৃতি দেবেন না।