চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন পাকিস্তান

    0
    472

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জুনঃ  চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

    ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে হারের মুখে পরে ভারত। মহম্মদ আমির একাই তিন উইকেট নিয়েছেন। বাকি তিনটির মধ্যে দুটি উইকেট নিয়েছেন শাদাব খান এবং একটি হাসান আলি। তৃতীয় বলেই আউট হয়ে যান রোহিত শর্মা (০)। তাঁকে এলবিডব্লু করেন আমির। এই বাঁ হাতি পেসারের বলেই ফেরেন অধিনায়ক বিরাট কোহলিও (৩)। স্লিপে সহজ ক্যাচ মিস হওয়ার পরের বলেই শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট। এরপর শিখর ধবনও (২১) ফিরে যান। যুবরাজ সিংহকে (২২) ফেরান শাদাব। মহেন্দ্র সিংহ ধোনিকে (৪) আউট করেন হাসান। এরপর কেদার যাদবকেও (৯) ফেরান শাদাব।  ৩০ ওভারের শেষে ভারতের রান ৯ উইকেটে ১৫৮। এখন ক্রিজে জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

    এর আগে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান করে ৪ উইকেটে ৩৩৮। জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচেই অসাধারণ শতরান করেন ফকর জামান (১১৪)। আজহার আলি ৫৯ করে রান আউট হন। ৫৭ রানে অপরাজিত থাকেন মহম্মদ হাফিজ।

    আজ ম্যাচের শুরুটা দারুণ করেন পাকিস্তানের দুই ওপেনার। হার্দিক পাণ্ড্যর বলে ছক্কা হাঁকাতে গিয়ে রবীন্দ্র জাডেজার হাতে ধরা পড়েন ফকর। শোয়েব মালিককে (১২) ফিরিয়ে দেন আজ ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। কেদার যাদবের বলে যুবরাজ সিংহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম (৪৬)। ম্যাচের শুরুটা ভালই করেছিল ভারত। চতুর্থ ওভারের প্রথম বলেই ধোনির দস্তানায় ধরা পড়েছিলেন ফকর। কিন্তু, বুমরার বলটি নো-বল হওয়ায় তিনি জীবন পান। সেটা বাদ দিয়ে দুই ওপেনার জমাটি শুরু করেন। ভারত বেশ কয়েকবার রান আউটের সুযোগ পেলেও তা কার্যকর করতে পারেনি। ফলে বড় রান করতে পারল পাকিস্তান।

    এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। মহা-গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে চারদিকে তুমুল উত্তেজনা।

     ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। পরিসংখ্যান বলছে, ওভালে প্রথম ব্যাট করা দলের গড় স্কোর ২৬৭। টসে জিতে কোহলি বলেন, উইকেট দেখে সতেজ মনে হচ্ছে। আশা করি বোলাররা তার ফায়দা তুলতে সক্ষম হবে। তারপর আমরা রান তাড়া করব। তবে, পরিবেশ যাই হোক না কেন, আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। আশা করি সকলেই ভাল করার চেষ্টা করবে। এতদূর এসেছি। শেষ ম্যাচ জিতেই ফিরতে চাই। প্রতিপক্ষ নিয়েও সম্ভ্রম দেখা গেল কোহলির গলায়। বললেন, আমরা কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নিই না। আজও তার ব্যতিক্রম নয়। তবে, ওরা যাই করুক, আমরা নিজেদের ওপর আস্থা রাখি।