চুনারুঘাট মরা খোয়াই নদীতে আবর্জনা পচে দূর্গন্ধের সৃষ্টি

    0
    277

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯নভেম্বর,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মরা খোয়াই নদীর দুই ব্রিজের আশপাশে ময়লা – আবর্জনা ও কচুরিপানা পচে দূর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে দূর্ভোগে পরেছেন দুই ব্রিজের যাতায়াতকৃত মানুষেরা। যাতায়াতকৃতরা জানিয়েছেন, প্রতি বছরেই পরিষ্কার করা হতো কচুরিপানা। গত ৩/৪ বছর ধরে কচুরিপানা পরিষ্কার করা হয় না। কচুরিপানায় মরা খোয়াই নদী ভরপুর হয়ে গেছে। তার মাঝে নিয়মিত ফেলানো হচ্ছে সারা বাজারের ময়লা -আবর্জনা। যে কারনে কচুরিপানা পচে দূর্গন্ধ সৃষ্টি হচ্ছে।
    দূর্গন্ধের কারনে নিয়মিত যাতায়াতকৃত মানুষেরা শ্বাস – নিশ্বাস বন্ধ করে যাতায়াত করতে হচ্ছে।
    বিশেষ করে ময়লা – আবর্জনা ও দূর্গন্ধের কারনে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষেরা। উক্ত মরা খোয়াই নদীর দুই ব্রিজের আশপাশে ময়লা- আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করার জন্য সচেতন মানুষেরা দাবী জানিয়েছেন।
    এব্যাপারে চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু জানিয়েছেন, ময়লা আবর্জনা ফেলানোর মত নিদিষ্ট কোন জায়গা নেই। যথা শিগগিরই ময়লা- আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হবে বলে তিনি জানান।