চুনারুঘাট বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন

    0
    257

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জানুয়ারী,শংকর শীলঃ  হবিগঞ্জের চুনারুঘাটে হাতুন্ডা ঐতিহ্যবাহী বাসুদেব মন্দির অঙ্গনে  তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ২৪শে জানুয়ারি রবিবার থেকে ৮দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। এবছর নিয়ে ৪২ বছর পূর্ণ হবে। এদিকে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পূর্ণ  করেছেন। অনুস্ঠানদীর মধ্যে, ২৪ জানুয়ারি রবিবার  রাত৮টায় হরিনাম সংকীর্তনে শুভ উদ্ধোধনানুষ্ঠান।

    ২৫শে জানুয়ারি সোমবার সকাল১০টায় স্বাধ্যায়যজ্ঞ পরিবেশনায় চুনারুঘাট গীতা সংঘ, দুপুর ২টায় লীলাকীর্তন পরিবেশনায় ভাই বোন সম্প্রদায় (মিতামন্ডল) কলকাতা, বিকাল ৪টায় গীতালোচনা এবং শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ ও ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা আলোচক ডঃ হারান বন্ধু ব্রহ্মচারী কলকাতা, স্বামী শ্রীমৎ সঙ্গীতানন্দজী মহারাজ ঢাকা, স্বামী শ্রীমৎ শম্ভুনাথ পরমহংস অধ্যক্ষ চৈতন্য মঠ, রাম চন্দ্র দেবনাথ সিলেট।সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশনায় শ্রীমৎ রাধারমণ দাস বাবাজী কলকাতা, ভারত, রাত সাড়ে ৯টায় লীলাকীর্তন পরিবেশনায় শ্রীমতি বন্দনা রাহা পশ্চিম বাংলা, ভারত।
    ২৬শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় পদকীর্তন পরিবেশনায় বিনয় সূএধর চুনারুঘাট, দুপুর ১টায় লীলাকীর্তন পরিবেশনায় শ্রীমতি বন্দনা রাহা পশ্চিম বাংলা, ভারত, বিকাল ৪টায় আলোচনা শ্রীমন্ মহাপ্রভু আলোচক বৃন্ধ স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ (বিবেকানন্দ ব্রহ্মচারী) বারাসাত, কলকাতা, ডঃ হারান বন্ধু ব্রহ্মচারী কলকাতা, স্বামী শ্রীমৎ সঙ্গীতানন্দজী মহারাজ ঢাকা, স্বামী শ্রীমৎ শম্ভুনাথ পরমহংস অধ্যক্ষ চৈতন্য মঠ, শ্রীমৎ রাধারমণ দাস বাবাজী কলকাতা, ভারত।রাত ৯টায় লীলাকীর্তন পরিবেশনায় ভাই বোন সম্প্রদায় (মিতামন্ডল)কলকাতা।
    ২৭শে জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় লীলাকীর্তন পরিবেশনায় ভাই বোন সম্প্রদায় (মিতামন্ডল)কলকাতা।
    বিকাল ৩টায় শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশনায় শ্রীমৎ রাধারমণ দাস বাবাজী কলকাতা।
    সন্ধ্যা ৫টায় ধর্মসভা আলোচক বৃন্ধ স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ (বিবেকানন্দ ব্রহ্মচারী) বারাসাত, কলকাতা, ডঃ হারান বন্ধু ব্রহ্মচারী কলকাতা, স্বামী শ্রীমৎ সঙ্গীতানন্দজী মহারাজ ঢাকা, শ্রীমৎ স্বামী শিবাত্নানন্দ হবিগঞ্জ, প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য হবিগঞ্জ।
    রাত ৯টায় লীলাকীর্তন পরিবেশনায় শ্রীমতি বন্দনা রাহা পশ্চিম বাংলা,
    ভারত।রাত সাড়ে ১০টায় ৩২ প্রহর তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের শুভধিবাস।২৮শে জানুয়ারি বৃহস্পতিবার ব্রহ্মমূহুর্তে ৩২ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শুভারম্ভ।
    ৩০ শে জানুয়ারি শনিবার দুপুর ১২টায় শ্রীমন মাহাপ্রভুর ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ।
    ৩১ শে জানুয়ারি রবিবার উষালগ্নে নগর প্ররিক্রমা ও হরির লুট তৎপর উৎসব সমাপন। উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সক্রিয় ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিতি।