চুনারুঘাট থেকে আলম এন্টার প্রাইজের এক্সপোর্টকৃত সিমেন্ট জব্দ

    0
    231

    সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাকি চুনারুঘাটের আসামপাড়া বাজারের এক রড সিমেন্টে এর দোকান থেকে আলম এন্টার প্রাইজের এক্সপোর্টকৃত ৩শত ১২ ব্যাগ সিমেন্ট জব্দ

    আমারসিলেট24ডটকম,এপ্রিল,এস,এম,সুলতান খানআলম এন্টার প্রাইজ কাস্টম কিলিয়ারিং ফরোয়াটিং এজেন্ট দীর্ঘ দিন যাবত সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাকি দিয়ে চোরাই পথে সেভেনরিং সিমেন্ট খোলা বাজারে বিক্রি করে আসছিল। গতকাল শুক্রবার চুনারুঘাটের বাল্লা সীমান্তবর্তী আসামপাড়া বাজারের এক রড সিমেন্টের দোকান থেকে আলম এন্টার প্রাইজ কাস্টম কিলিয়ারিং ফরোয়াটিং এর মাধ্যমে ভারতের ইনপুটের অনুমোদিত ৩ শত ১২ ব্যাগ সেভেনরিং সিমেন্ট কাস্টম ইন্সফেক্টর আটক করেন। বাল্লা স্থলবন্দর সূত্র জানায়, আলম এন্টারপ্রাইজ কাস্টম কিলিয়ারিং ফরোয়াটিং এজেন্ট দীর্ঘ দিন যাবত বাল্লা স্থলবন্দর দিয়ে ভারতের ইনপোটার সঞ্জিত রঞ্জন পালের নিকট বাংলাদেশে উৎপাদনকৃত সেভেনরিং সিমেন্ট রপ্তানি করে আসছে।

    এর সুযোগে চোরাই পথে আলম এন্টারপ্রাইজ সিমেন্ট বিক্রি করে চলছে। এরই অভিযোগে ওই দিন বিকাল ৩টায় কাস্টম ইন্সফেক্টর ভারপ্রাপ্ত গোদাম কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ শোল্ক গোদাম ও বাল্লা এলসি ষ্টেশন হবিগঞ্জ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লনী চন্দ্র দাস আসামপাড়া বাজারের ভুইয়া কর্পোরেশনে অভিযান চালিয়ে ৩শত ১২ ব্যাগ সেভেনরিং সিমেন্ট জব্দ করেন। এ ব্যাপারে ইন্সফেক্টর বলেন, সরকারের রাজস্ব ফাকি যারাই দেয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।