চুনারুঘাট ছাত্রসেনার সভাপতি শামীমের ইন্তেকাল

    0
    252

    আমারসিলেট24ডটকম,১৫ডিসেম্বর,এস,এম,সুলতান খানঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ শামীম মিয়া (২৫) হার্ড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর গত শনিবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেনে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।হাফেজ শামীমের  মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সংবাদ শুনে ইউনিয়ন তথা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ফ্রন্টের নেতাকর্মীসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান তার নিজ বাড়ী আমুরোড (কালামন্ডল) গ্রামে এক নজর দেখার জন্য ভিড় জমায়। গতকাল রবিবার সকাল ১১টায় আমুরোড শাহী ঈদগাঁ ময়দানে মরহুমের নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযের জানাযায় ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী।

    নামাযের জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, সাংবাদিক নূরুল আমীন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফিজ আহমদ তালুকদার, শামীমের পিতা মোঃ আইয়ূব আলী মেম্বার ও মাওলানা ওমর ফারুক।

    হাফেজ শামীমের  মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আলম, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুসলিম খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস. এম. সুলতান খান, উপজেলা ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এম. এ. বাতেন, আজিজ ইকবাল, সভাপতি হাফিজ আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সুমন প্রমুখ নেতৃবৃন্দ ছাত্রনেতা হাফেজ শামীমের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকপ্রাপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

    সকাল সাড়ে ১০টায় হাফেজ শামীমের লাশ আমুরোড ঈদগাঁ ময়দানে আসার পর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ২নং আহম্মদাবাদ ইউনিয়ন শাখার পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।