চুনারুঘাট কাজীর বাজারে রাস্তার বেহাল দশা,দূর্ভোগ চরমে

    0
    242

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জুলাই,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে হলদিউড়া (কাজীর বাজার) এর আসা যাওয়ার রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। এ রাস্তাটি দীর্ঘদিন যাবত কাচা রাস্তাই রয়ে গেছে।

    এ রাস্তা সংস্কার না হওয়ায় দিনদিন বেড়ে যাচ্ছে জনদুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদামাটিতে পরিণত হয়। ফলে রাস্তাটি দিয়ে হাঁটাচলা অনউপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি কাদামাটিতে পরিণত হওয়ায় টমটম ও রিক্সা চলাচলে অনেক সময় উল্টে যায়। ওই রাস্তার যাতায়াতকৃত মানুষেরা

    জানিয়েছেন, এই রাস্তাটি অনকেদিন ধরে কাচা রাস্তা। পাকা না থাকায় ও সংস্কার না হওয়ায় দূর্ভোগ পোহাতে হয়। এমনকি সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদামাটিতে পরিণত হয়ে পড়ে। কাদা হয়ে রাস্তার আশপাশের মাটি ভেঙে টমটম ও রিক্সা চলাচল করছে ঝুঁকি নিয়ে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ রাস্তা কবে সংস্কার হবে এ নিয়ে শংকিত এলাকাবাসী।এলাকাবাসীর দাবি এই রাস্তাটি অচিরেই সংস্কার করার প্রয়োজন।
    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান শামীম জানিয়েছেন,যতা শিগ্রই এ রাস্তার কাজ করা হবে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের তহবিল চেয়ে আবেদন করেছি। অর্থ বরাদ্দ পেলেই টেন্ডার দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে।