চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়নে অবহিতকরণ সভা

    0
    237

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে বাংলাদেশ সরকার ইউনিসেফ বাস্তবায়নধীন কর্মসূচির সহযোগীতায় জন্ম নিবন্ধন, শিশু শ্রম, শিশু বিবাহ রোধ ও হাত ধোয়া বিষয়ক অবহিতকরণ পরামর্শ সভা অনুষ্টিত হয়।

    সোমবার ইউনিয়নের শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনগাঁও হাজ্বী আঃ সত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাদীশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়শ্রী হাাজ্বী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবহিতকরণ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা ঈ৪উ কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ঈ৪উ কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ মাসুদুল ইসলাম চৌধুরী, আহম্মদাবাদ ইউনিয়ন ঈ৪উ কর্মসূচির কো-অর্ডিনেটর মনিরানি দেব, ইউপি সচিব মাসুদ আহম্মদ ও সাংবাদিক নুরুল আমিন প্রমূখ।

    সভায় শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর উদ্বুদ্ধকরণ মূলক বক্তব্য দেয়া হয়। পরে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।