চুনারুঘাটে ৫০ বোতল মাদকসহ কালা উজ্জল গ্রেফতার

    0
    225

    ৫০ বোতল ভারতীয় অফিসার চয়েজসহ বিজিবির হাতে আটক

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬অক্টোবর,ফারুক মিয়া: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের আব্দুল হকের পুত্র কালা উজ্জল (২৫) মাদক ব্যবসায়ী গডফাদারকে ৫০ বোতল ভারতীয় অফিসার চয়েজসহ এক যুবক গ্রেফতার করে বিজিবি।

    জানা যায়, গতকাল সোমবার ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি’র সুবেদার সিরাজদ্দৌল্লা, নায়েক শরীফ ভূইয়া, সিপাহী মহিউদ্দিন, জোবায়ের, নায়েক কামালসহ একদল বিজিবি অভিযানকালে গোবরখলা এলাকা থেকে কালা উজ্জলের বসতবাড়ি থেকে তল্লাশী করে এসময় তার ঘরে থাকা ভারতীয় ৫০ বোতল অফিসার চয়েজ সহ হাতেনাতে গ্রেফতার করে।

    বিজিবি কালা উজ্জলকে গ্রেফতার করে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে আসলে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় ইসলাম কালা উজ্জলকে বিনাশ্রম ২ বছরের কারাদন্ড প্রদান করেন। পরে বিজিবি’র সুবেদার সিরাজদ্দৌল্লা কালা উজ্জলকে চুনারুঘাট থানা পুলিশে হস্তান্তর করেন।

    বিজিবি সূত্রে জানা যায়, কালা উজ্জল হত্যা মামলা, মাদক মামলা, অপহরণ মামলা, ডাকাতী মামালার পলাতক ওয়ারেন্টের আসামী ও দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ও বিজিবি ক্যাম্পে মাদক মামলা রয়েছে। হবিগঞ্জ আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    স্থানীয় এলাকাবাসীরা জানায়, মাদক সম্রাট কালা উজ্জলকে ধরাতে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থির নিঃশ্বাস ফিরে এসেছে।