চুনারুঘাটে ৩ সরকারী কর্মচারীকে লাঞ্ছনার দ্বায়ে মেম্বার আটক

    0
    233

    হবিগঞ্জ প্রতিনিধি: অবৈধ পন্থায় সরকারী জমি থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় রবিবার সকালে উপজেলার শিরিকান্দি ভুমি অফিসের অফিস সহায়ক ফারুক আহম্মদ, বিশগাঁও ভুমি অফিসের অফিস সহায়ক হুসাইন আহম্মদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারন শাখার অফিস সহায়ক ছায়েদ আলীকে পিঠিয়ে আহত করেছে বালু খেকোরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার বিকালে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের মেম্বার ছয়শ্রী গ্রামের আব্দুর রশীদের ছেলে সফিকুর রহমান সাফু (৩৫)কে আটক করেছে পুলিশ।

    আহত ফারুক আহম্মদ জানান, ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদী থেকে সিলিকা বালু চুরির খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ছায়েদ আলী বালু চুরির ছবি তুলতে যান। এসময় বালু চোরেরা ছায়েদকে মারধোর করতে থাকে।
    খবর পেয়ে বিশগাঁও ভুমি অফিসে কর্মরত হুসাইন আহম্মদ ও ফারুক আহম্মদ ঘটনাস্থলে গেলে বালু চোরেরা তাদের উপর ও চড়াও হয়। আহত ব্যক্তিদের শোর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বালু চোরদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন।

    এলাবাবাসীর সূত্রে জানা যায়, ছয়শ্রী গ্রামের সুতাং নদী থেকে বিগত ৫ বছর ধরে ইউপি সদস্য সাফু ও তার লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করে আসছেন। গ্রামের লোকজন বালু উত্তোলনে বেশ কয়েকবার বাধা দিয়েছেন কিন্তু প্রভাবশালী ইউপি সদস্য সাফু ভয় ভীতি দেখিয়ে সাধারন মানুষের মুখ বন্ধ রেখেছেন।

    এ ব্যাপারে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।