চুনারুঘাটে ৩সন্তানের জননী গৃহবধুকে নির্যাতন:চিকিৎসাধীন

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই,ফারুক মিয়াঃ  চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের পিতা আব্দুলার মেয়ে ৩ সন্তানের জননী গৃহবধু শাকিরা আক্তার (৩০) কে যৌতুকের ১ লক্ষ টাকার জন্য স্বামী ও দেওরের নির্যাতন ও বেধরক মারপিঠ করে পিঠিয়ে গুরুতর আহত করে। এ ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল ৮টার দিকে স্বামীর বাড়ীতে বেধরক মারপিঠ করায় তার স্ত্রী শাকিরা খাতুন কে গুরুতর আহত মূমূর্ষ অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত শাকিরা খাতুন জানায়, উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের মৃত আরফান উল¬ার পুত্র হরমুজ আলী (৪৫) ও তার ছোট ভাই দেবর সিএনজি চালক খুর্শেদ আলী (৩৫) সহ যৌতুকের টাকার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে স্বামী ও দেবরের নির্যাতন চালায়। এ সময় স্বামী মরতুজ আলী তার স্ত্রী শাকিরা খাতুনকে বাবার বাড়ী থেকে ১ লক্ষ টাকা যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করিলে সে শাকিরা খাতুন অপর কথা স্বীকার করিলে স্বামী হরমুজ আলী তার ছোট ভাইকে বিদেশ পাঠানোর প্রলোভন দেয়। এরই জের ধরে স্বামীর সাথে স্ত্রীর শাকিরার কথা কাটাকাটি হলে  সে যৌতুকের জন্য মারপিঠ করে গুরুতর আহত করে। ঘটনাটি শুনে শাকিলা খাতুনের মাতা জাহেরা খাতুন, রজব আলী, মোশাহিদসহ স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

    উলে¬খ্য যে, স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গিয়াছে কিছুদিন পূর্বে হরমুজ আলী বড় বউর অনুমতি ছাড়াই আরেকটি ২য় বিবাহ করিলে এ ব্যাপারে তার স্বামী উত্তেজিত হয়ে মরতুজ আলী ও খুর্শেদ আলী এ ব্যাপারে শাকিরা খাতুন বাদী হয়ে স্বামী ও দেবর দুইজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝর বইছে।