চুনারুঘাটে ২’শ বৃদ্ধ হত দরিদ্রদের পাশে দাঁড়াল প্রবাসী সৈয়দ জামাল

    0
    191

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জুলাই,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার কবিলাশপুর গ্রামের সৌদি প্রবাসী সৈয়দ জামাল উদ্দিনের উদ্যোগে কবিলাশপুর সহ আশ পাশের দু’তিনটি গ্রামের প্রায় ২’শত হত দরিদ্রদের মাঝে যাকাতের শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মাবাদ কবিলাশপুর গ্রামে সৈয়দ জামালের নতুন বাড়ীতে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় বিতরণ সভায় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী সৈয়দ জামাল ও তার মাতা হাজী রাবিয়া খাতুন। মিরাশী ইউপি আওয়ামীলীগের সেক্রেটারী মাস্টার আব্দুস সামাদ, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, আওয়ামী যুবলীগ নেতা ও ইউপি মেম্বার মীর মানিক মিয়া, গাজীপুর ইউপি সাবেক সদস্য হাবিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বী মোঃ রুশন আলী, ব্যবসায়ী আব্দুল হাই, প্রবাসী সৈয়দ আইয়ুব আলী, সৈয়দ আঃ জলিল, সৈয়দ জালাল, সৈয়দ দুলাল, মোঃ মহরম আলী, আব্দুল্লাহ চৌধুরী, আইনজীবি সহকারী আব্দুর রহিমসহ অন্যান্যরা।

    এদিকে প্রবাসী সৈয়দ জামাল বিতরণ সভায় বলেন, আমি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে আমার নিজ এলাকার বৃদ্ধ হত দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য আমি ১৫ দিনের ছুটি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি মিরাশী ও গাজীপুর ইউপি’র বিভিন্ন মক্তব, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে টিউবওয়েল, ফ্যান, সিমেন্টসহ নগদ আর্থিক সহযোগীতা করে আসছি।

    এ অনুসারে আজ আপনাদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করছি। আমি বেঁচে থাকলে আগামীতে ৫/৬’শ হত দরিদ্রদের মাঝে সেমাই, চিনি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করব। আমি আশা করি আমার মত অন্যান্য প্রবাসী ও বিত্তবান ব্যক্তিরা দরিদ্রদের পাশে এসে দাঁড়াবে এবং সহযোগীতা করবেন।