চুনারুঘাটে ১ লক্ষ টাকার যৌতুকের জন্য গৃহবধূর উপর নির্যাতন

    0
    230

    স্বামী, শ্বশুর, শ্বাশুরী, দেবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুন,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর এলাকার দফাদার সেলিম মিয়ার কন্যা পিংকি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য ১ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে এনে দেবার জন্য চাপ দিলে সে অপারগতা প্রকাশ করলে ওই পিংকি আক্তারের উপর যৌতুকের জন্য মারপিট ও নির্যাতন চালায় স্বামী, শ্বশুর, শ্বাশুরী ও দেবরের লোকজন। জানা যায়, গত রবিবার বিকাল ৫টার দিকে মনিপুর গ্রামে স্বামীর বাড়িতে তার স্ত্রী পিংকি আক্তারকে বেধড়ক মারপিট করে পালিয়ে যায় তার শ্বশুর বাড়ির লোকজন।

    এতে ওই গৃহবধূ পিংকি আক্তারকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীরা চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। বিষয়টি পিংকি আক্তারের পিতা সেলিম মিয়া শুনে হাসপাতালে মেয়েকে দেখতে আসেন। আহত পিংকি আক্তার জানান, উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের পিতা আকবর আলীর পুত্র রাসেল মিয়া (২২) এর সাথে প্রায় ৬/৭ মাস পূর্বে পিংকি আক্তারের বিয়ে হয়।

    বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য পিংকি আক্তারের উপর নির্যাতন চালায়। এ ব্যাপারে পিংকি আক্তারের পিতা রানীগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দফাদার সেলিম মিয়া চুনারুঘাট থানায় হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে বাদী হয়ে যৌতুকের অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পিংকির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।