চুনারুঘাটে ১৮ দলীয় জোটের হরতাল পালিত

    0
    195

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরচুনারুঘাট সংবাদদাতা:চুনারুঘাটে ১৮ দলীয় জোটের ডাকা ৩ দিনের হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার হরতাল চলাকালে ১৮ দলীয় নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন সড়কে পিকেটিং করতে দেখা গেছে। চুনারুঘাট মধ্যবাজার, উত্তর বাজার, দক্ষিণবাজার ও বাল্ল া রোডে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা। উপজেলার কোন সড়কে  যান চলাচল করেনি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।অফিস, ব্যাংক, বীমা খোলা থাকলেও কাজকর্ম হয়নি তেমন। পৌর শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারেও হরতাল পালন করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

    বিকাল ৩টায় চুনারুঘাট পৌর শহরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে চুনারুঘাট মধ্যবাজারে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী আ স ম কামরুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি আলহাজ্ব হুসাইন আলী রাজন, এডভোকেট সরকার মোঃ শহীদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার,  পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ আলী মীর,  সহ-সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, শফিউল আলম সাফি, নূরুল আমীন, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিছ আলী, মীর ছায়েব আলী, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজেদ, সাধারণ সম্পাদক দরছ আলী খান, বিএনপি নেতা আজিজুর রহমান কাজল,  আব্দুল জলিল কাউন্সিলর, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক টুলু সরকার, দেওয়ান শফিক।

    পৌর শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সাধারণ সম্পাদক আমির আলী লস্কর হেলাল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন, সাইফুল ইসলাম, এডভোকেট মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, জাহাঙ্গীর আলম খান, পৌর যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, সাইফুর রহমান টেনু, জামাল মিয়া, সুমন মিয়া, সিরাজ আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাওছার আহমদ বাহার, এম এ কালাম লস্কর মুহরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আজাদ  তালুকদার, আব্দুল মান্নান রুমন, রফিক তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, মইনুল হাসান চৌধুরী সৌরভ, হুসাইন মোহাম্মদ রুবেল, ইসলাম উদ্দিন, জমির আলী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোস্তফা আল হোসাইন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।