চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে পুরানো দিনের ঢেঁকিকল

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২সেপ্টেম্বর,শংকর শীল: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে পুরানো দিনের ঢেঁকিকল। এক সময় ঢেঁকিকল দিয়ে উপজেলার গ্রামা লে কৃষকরা সেশনি জমিতে সেচ দেওয়া থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত গভীর খাদ থেকে পানি দিত। বর্তমানে বাংলাদেশ সরকার কৃষিতে যান্ত্রিকীকরণ প্রতিক্রিয়ার মধ্যে প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে উদ্ধুদ্ধ করেছে।

    তাই  গ্রামাঞ্চলের কৃষকরা চাষাবাদে আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এতে সময় যেমন সাশ্রয় হচ্ছে তেমনি কৃষকরা কম ব্যবহারে মাধ্যমে জমি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিলুপ্তি হতে চলেছে পুরানো দিনের ঢেঁকিকল।

    কৃষি অফিস সূত্রে পাওয়া, চুনারুঘাটে ৫৫০.৫৬ একর জমিতে চাষাবাদের জমি রয়েছে এর মধ্যে শতকরা ৭০জন কৃষি নির্ভশীল। বর্তমানে ডিজিটাল যুগের তাল মিলিয়ে পুরানো দিনের কাজগুলি বিলুপ্তি হয়ে যাচ্ছে। হয়তো এমন সময় আসবে পুরানো দিনের ঐতিহ্য দেখা যাবে না।