চুনারুঘাটে হাতি দিয়ে চাঁদাবাজির রমরমা ব্যবসার অভিযোগ

    0
    198

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন গুলোতে হাতি দিয়ে চাঁদাবাজির রমরমা ব্যবসা শুরু হয়েছে। প্রতিনিয়তই উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে গিয়ে সংঘবদ্ধ প্রতারকরা হাতি দিয়ে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছেন। এবিষয়ে কয়েকবার পত্র পত্রিকায় লেখালেখি হলেও এর কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতারকরা দিনদিন প্রতারণা করেই যাচ্ছেন। পৌরশহরের সাধারণ বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হাতি দিয়ে চাঁদা আদায় করছেন। যতক্ষণ হাতি কে চাঁদা না দেওয়া হয় ততক্ষণ হাতি ব্যবসা প্রতিষ্ঠানে দাড়িয়ে থাকে নতুবা বসে পড়ে। ২০/৩০ টাকা করে প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে আদায় করছেন।

    এদিকে বিভিন্ন রাস্তার পাশে দাড়িয়ে হাতি দিয়ে যানবাহন গুলোতে সাড়ি লাইন ধরিয়ে যানবাহন থেকে চাঁদা আদায় করছেন এসব সংঘবদ্ধ প্রতারকরা। ২৭ জুলাই বৃহস্পতিবার পৌরশহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব সংঘবদ্ধ প্রতারকরা হাতি দিয়ে চাঁদা আদায় করছিলেন। তখন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে যানজট সৃষ্টি হয়েছে। জনসাধারণের প্রশ্ন – এমনিতেই চুনারুঘাট পৌরশহরে যানজট দূর্ভোগ। তার মাঝে হাতি দিয়ে চাঁদাবাজির প্রতারণা। এ কি দেখার কেউ নেই?

    এসব সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল। এব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা জানিয়েছেন, যতা শিগ্রই এসব সংঘবদ্ধ প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।