চুনারুঘাটে হত্যা মামলার ৭ আসামী আদালতে আটক

    0
    212

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭আগস্ট,চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামীরা হবিগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে ৭ আসামীকে আটকের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

    জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মামুন হত্যার ৭ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক লায়লা মেহের বানু তাদেরকে আটকের নির্দেশ দেন। আটককৃতরা হল- উপজেলার কেউন্দা গ্রামের আঃ নূর ওরফে কনা মিয়ার পুত্র রাহিদ মিয়া (৪৫), মৃত টকা মিয়ার পুত্র রফিক মিয়া (৩২), লাল মিয়া (৪২), কিজির মিয়া (৩৭), কাপুড়িয়া গ্রামের মৃত ছুরুত আলীর পুত্র আক্কাছ মিয়া (৪০), কেউন্দা গ্রামের মৃত আঃ হান্নানের পুত্র মনজু মিয়া (৩৩)।

    মামলার বিবরণে জানা যায়, গত ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় কেউন্দা গ্রামের মৃত আঃ খালেকের পুত্র ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) ঐ দিন রাতেই ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার জি.আর মামলা নং- ৩৭, তারিখ- ২৪/০৭/১৭। ঘটনার পর থেকে মামুন মিয়ার হত্যাকারীরা পলাতক রয়েছে।

    এর মধ্যে বৃহস্পতিবার ৭ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাদেরকে আটক করেন। উল্লেখ্য যে, এলাকার নিরীহ কৃষক নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) জানান, আমার ছেলে গত ২১ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ি হইতে শাকির মোহাম্মদ বাজারে বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরে নি। ছেলেহারা মাতা-পিতার চোখের কান্না ও আহাজারি এখনও থামেনি।