চুনারুঘাটে স্বামীর নির্যাতনে আহত  

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২সেপ্টেম্বর: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের মৃত আঃ রাজ্জাকের কন্যা খাইরুন্নেছা (৩০) নামে ৪ সন্তানের জননী গৃহবধুকে যৌতুকের জন্য পাষন্ড স্বামী ফুল মিয়া (৪০) তার স্ত্রী খাইরুন্নেছাকে বেদড়ক মাথায় ও বাম পায়ের হাটুতে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও সারা শরীরে পিটিয়ে আহত করে। জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে খাইরুন্নেছার বাবার বাড়িতে।

    স্বামী তাকে বেড়াতে নিয়ে এসে তার স্ত্রীকে নগদ ৫০ হাজার টাকা যৌতুকের চাপ সৃষ্টি করলে সে টাকা দিতে অপারগতা স্বীকার করলে পাষন্ড স্বামী শ্বশুরের ঘর থেকে দা বের করে উত্তেজিত হয়ে তার স্ত্রী খাইরুন্নেছাকে মাথায় ও পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। আহত খাইরুন্নেছার আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে খাইরুন্নেছার অবস্থা থেকে দ্রুত তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে চার সন্তানের জননী গৃহবধু খাইরুন্নেছার স্বামী ফুল মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিল। সে আরও কয়েকবার শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা নিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ওই গৃহবধু খাইরুন্নেছা একটি নিরীহ পরিবারের এতিম মেয়ে। সে তার স্বামীকে যৌতুকের টাকা দিতে অপারগতা স্বীকার করলে তার পাষন্ড স্বামী ফুল মিয়া পরিকল্পিত ভাবে তার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটায়। ফুল মিয়া গাজীপুর এলাকার ভূইয়াবাড়ির জমির আলীর কুলাংকার পুত্র।

    খাইরুন্নেছা জানায়, ফুল মিয়ার সাথে গত ৬ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। খাইরুন্নেছার মাতা বৃদ্ধা জানান, স্বামী ফুল মিয়া শ্বশুর বাড়িতে এসে ২য় বিবাহ করার জন্য খাইরুন্নেছার অনুমতি ও ৫০ হাজার টাকা যৌতুক দাবী করলে এরই জের ধরে স্ত্রী খাইরুন্নেছার সাথে এ ঘটনাটি ঘটে। খাইরুন্নেছাকে হাসপাতালে দেখতে আসেন বর্তমান মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার অবস্থা দেখে বর্তমান মেম্বার আশরাফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তার স্বামী মৌলভীবাজারে আরেকটি ২য় বিবাহ করেছে কিন্তু আমরা এ বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠক বসিয়ে বিষয়টি কোন সুরাহা করতে পারেনি।

    এ ব্যাপারে খাইরুন্নেছার মাতা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। নিরীহ পরিবারের মেয়ে খাইরুন্নেছা সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।