চুনারুঘাটে সেলুন ব্যবসায়ীর মৃত্যুতে ২ ঘন্টা কর্মবিরতি

    0
    460

     চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের সড়ক দূর্ঘটনায় সেলুন ব্যবসায়ী মোঃ জালাল’র চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুতে “চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি’র ২ঘন্টা কর্মবিরতি দিয়ে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা হইতে বিকাল ৩টা পর্যন্ত (২ঘণ্টা) চুনারুঘাটের সকল সেলুন ব্যবসায়ীরা সেলুন বন্ধ রেখে কর্মবিরতি দিয়ে জালাল এর বিদেহী আত্মার শান্তিকামনায় শোক প্রকাশ ও শোকসমপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

    এ সময় জালাল এর মরদেহ দেখতে তাঁর এর বাসভবনে ছুটে যান – চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি’র সভাপতি নিশিকান্ত শীল, সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র শীল, সহ-সভাপতি প্রদীপ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রণজিৎ চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ চন্দ্র শীল, অর্থ সম্পাদক স্বপন চন্দ্র শীল,সহ- অর্থ সম্পাদক মড়ল চন্দ্র শীল,সুধাংশু চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যবৃন্দ। নিহত মোঃ জালাল বি- বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নাদিরাবাড়ী গ্রামের তাহের মিয়ার পুত্র। সে চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারের জাহির মাস্টার সুপার মার্কেটের “মা- বাবার দোয়া সেলুন ” এর প্রোপ্রাইটর।

    উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেল ৩টায় চুনারুঘাট আমতলী বাজারের পাশে সিএনজি -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জালাল গুরুতর আহত হলে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জালাল এর অবস্থা আশঙ্কাজনক হলে জালালকে বি-বাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫.৩০মিঃ সময়ে মৃত্যু বরন করেন।