চুনারুঘাটে সুপারি চোর সন্দেহে ঘরের ভিমের সাথে বেধে

    0
    213

    “এক শিশু নির্জাতনকে কেন্দ্র করে এলাকায় তুলপাড়”

     আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবর,এম এস জিলানী আখনজীঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজারবাজারে গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকার দিকে সুপারি চোর সন্ধেহে একই এলাকার কবির মিয়ার শিশু পুত্র শাহজান (১৩) কে ঘরের ভিমের সাথে বেধে দিনবর নির্জাতন করেন অত্র ইউপির প্রাক্তন মেম্বার শিরন মিয়া লস্কর। এ ঘটনায় এলাকায় তুলপাড়ের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, শিরন মিয়া লস্কর তার গাছের সুপারি চুরির ঘটনায় শাহজানের সম্পৃক্ততা  আছে সন্ধেহ করে রাজারবাজার থেকে শিশু শাহজানকে আটক করে ঘরের ভিমের সাথে বেধে লাঠি দিয়ে নির্মম ভাবে দফায় দফায় প্রহার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভির জমে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু শাহজানের দুই হাত রশ্বি দিয়ে ভিমের সাথে বাধা, বেতের লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করছেন শিরন মিয়া লস্কর। এর প্রতিবাদে সামাজিক মাধ্যম ফেসবুক সহ সচেতন মহলে সমালোচনা ও নিন্দার ঝর বইছে। উৎসুক জনতার ভির জমে।

    অপরদিকে অনেকেই বিষয়টি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজারবাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক হাফিজুর রহমান বাবুলের হস্তক্ষেপে শিশু শাহজানকে মুক্ত করা হয়েছে বলে জানা যায়। নির্জাতিত শিশু শাহজানের বাবা কবির মিয়া উপজেলা আসামপাড়া বাজারে সাইকেল মেকামিক্সের কাজ করেন।