চুনারুঘাটে সীমানাকে কেন্দ্র করে ঠেলাগাড়ী চালকের স্ত্রীকে পিঠিয়ে আহত

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুন,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের ঠেলাগাড়ী চালক আব্দুল জলিলের স্ত্রী মিনারা খাতুন (৪০) কে বসত বাড়ীর সীম সীমানা নিয়ে কেন্দ্র করে একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জেরধরে মিনারা খাতুনকে পিঠিয়ে গুরুতর আহত করে। জানা যায়, এ ঘটনাটি ঘটে গতকাল সোমবার ভোর ৮টার দিকে দক্ষিন বড়জুষ এলাকায়। সে আব্দুল জলিলের স্ত্রী আহত মিনারা খাতুন তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

    আহত মিনারা খাতুন জানায়, একই গ্রামের মৃত কলমধর ছেলে আব্দুল হামিদ (৪০) ও আব্দুল হামিদের ছেলে সোহেল (২০), হামিদের স্ত্রী আমিনা খাতুন (৪৫) ও সোহেলের স্ত্রী নাসিমা খাতুন (৩০)সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জেরধরে বসত বাড়ীর সীম সীমানা নিয়ে এক পর্যায় কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে পূর্ব শত্র“তার জেরধরে ঠেলাগাড়ী চালক জলিলের স্ত্রী মিনারা খাতুনকে পিঠিয়ে গুরুতর আহত করে। আহত মিনারা খাতুন জানায়, দীর্ঘদিন যাবত তার স্বামী জলিলের সাথে আব্দুল হামিদের বসত বাড়ী সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

    অন্যদিকে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মকসুদ আলী পুত্র মোজাম্মেল হক সুজন (২৭) কে সোমবার বিকাল ৪টার পাইকপাড়া গ্রামের আহাদ মিয়ার বসত বাড়ী থেকে এক স্বর্ণ ছিনতাইকারী মোজাম্মেল হক সুজনকে আটক করে এলাকার জনতা। পরে চুনারুঘাট থানা পুলিশে খবর দিলে এস.আই আবু আব্দুল্লা জাহিদ গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন মোজাম্মেলের বিরুদ্ধে ছিনতাইকারীর মামলা হয়েছে।