চুনারুঘাটে সহোদর পুত্রদের হামলায় বিধবার বাড়ি ছাড়াঃথানায় মামলা

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩এপ্রিলঃ ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের এক বিধবা মহিলার ১৭ শতক বসত বাড়ি নিয়ে সৎ তিন পুত্রের হামলায় বাড়িঘর জোর পূর্বক করে বিধবা মহিলা আয়েশার পুত্রসন্তান সহ বাড়িঘর ছাড়া করেছে। জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে আলীনগর গ্রামে নিজ বসতবাড়ীতে এ ঘটনাটি ঘটে।

    ওই এলাকার মৃত আব্দুল নূরের ২য় স্ত্রী আয়েশা খাতুনের ১৭ শতক বসতবাড়ি নিয়ে কেন্দ্র করে তাকে ও তার তিন সন্তানকে ১ম স্ত্রীর তিন পুত্র ও দুর্বৃত্তরা হামলা করে বেদড়ক মারপিট করে বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাহাদের হামলায় গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুন ও তার তিন ছেলে সাদেক মিয়া (২০), শাহীন মিয়া (১৭), সারফিন মিয়া (১১) কে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আয়েশা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানার সৎ সহোদর পুত্র  ১। সিরাজ মিয়া (২৫, ২। আছকির মিয়া (৩৫), ৩। ইছাক মিয়া (২০), সৎ বড় মেয়ে ছকিরা খাতুন (৪০) ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে।

    মামলাটি তদন্ত করেন চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ। আবু আব্দুল্লাহ জাহিদ জানান, মামলা হয়েছে, আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, গাজীনগর মৌজার জে.এল নং- ১৫৪, ডি.পি খতিয়ান নং- ২৩, হালদাগ নং- ১৩৭২, এস.এ দাগ নং- ১৪১৭ দাগে ১৭ শতক বসত বাড়ী।