চুনারুঘাটে সর্ব দলীয় ব্যানারে ইকনোমিক জোন স্থাপনের দাবী

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারীঃ   চুনারুঘাট উপজেলার চান্দপুর খাস জমিতে ইকনোমিক জোন (অর্থনৈতিক অ ল) প্রতিষ্ঠার দাবীতে সর্বদলীয় নাগরিক কমিটির ব্যানারে চুনারুঘাট উপজেলাবাসী বিশাল মানববন্ধন ও পথসভা করেছে। শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধনে উপজেলার হাজার জনসাধারণ অংশ গ্রহণ করে।

    ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে ও আরজু মিয়ার মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, বিশিষ্ট শিল্পপতি কাউসার-উল গনি, উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব হুসাইন আলী রাজন, বিপি মানিক, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আলহাজ্ব আব্দুর জাহির মেম্বার, আঃ আউয়াল মেম্বার, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, যুবলীগ সভাপতি ইয়াকুৃত মিয়া, সেক্রেটারি সবুজ মিয়া, উপজেলা তরুনলীগ আহবায়ক রুমন ফরাজী, যুগ্ন আহবায়ক আশিক, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী, সহ-সভাপতি আঃ হান্নান, সেক্রেটারি মুজিবুর রহমান, ফুল মিয়া, কৃষি বিষয় সম্পাদক মিলন মীল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, কৃষকলীগ সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মানিক মিয়া, সেক্রেটারী আঃ রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল আরমান, মাহমুদ খায়ের, শাহজাহান সামী, যুবলীগ নেতা মাহফুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, শেখ নবিউর রহমান, নয়ন, জসিম, সুমন, প্রমুখ।

    মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ ও কালিশীরি গ্রাম বাংলা আদর্শ ক্লাব ও আমতলী বাজারের সোনার বাংলা নাগরিক সংঘসহ উপজেলা সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন। বক্তারা চুনারুঘাট উপজেলায় অর্থনৈতিক অ ল প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, কতিপয় চা শ্রমিক নেতা সাধারণ চা শ্রমিকদর ভুল বুঝিয়ে ইকনোমিক জোন হলে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এমন ভুল তথ্য দিয়ে আন্দোলনের চেষ্ঠা করছে।

    তারা বলেন, এখানে ইকনোমিক জোন হলে কোন চা শ্রমিক তাদের বাড়িঘর হারাবে না। এখানে প্রত্যেক শ্রমিকের ঘর থেকে একজন করে চাকুরি দেওয়া হবে। বক্তারা চুনারুঘাট তথা হবিগঞ্জের উন্নয়নে ইকনোমিক জোন প্রতিষ্ঠার কোন বাধা নেই বলে মনে করেন। কতিপয় স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে চুনারুঘাটের উন্নয়নকে ব্যহত করতে চায়।

    তারা আগামীতে এ জোন প্রতিষ্ঠায় কোন বাধা আসলে প্রতিহতের ঘোষনা দেন।