চুনারুঘাটে সংঘর্ষের আশংকায় বসতবাড়ির রাস্তা বন্ধ

    0
    230

    চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসুল্লা গ্রামের মৃত কাজী আকবর হোসেনের পুত্র নিরীহ অসহায় কাজী আলী হোসেনের বসতবাড়ির চলাচলের নিজস্ব রাস্তায় জোর পূর্বক ইট সলিংয়ের কাজ করায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন প্রশাসন।

    জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার বাসুল্লা গ্রামের কাজী আলী হোসেনের বসতবাড়ির আঙিনার রাস্তাটি সরেজমিনে তদন্ত করে প্রশাসন উভয়ের মাঝে সংঘর্ষের আশংকা থাকায় বসতবাড়ির চলাচলের ছোট রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে কাজী আলী হোসেন সহ এলাকার ৪টি পরিবার সহ কাজী ইদু মিয়া গংদের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

    অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার বাসুল্লা গ্রামের পার্শ্ববর্তী একই গ্রামের কাজী ইদু মিয়া গংরা জোর পূর্বক উক্ত রাস্তাটি ইট সলিং করতে চেয়েছিল।

    উক্ত ঘটনায় আলী হোসেন গত রবিবার দুপুরের দিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানকে অভিযোগের অনুলিপি প্রদান করেন এবং একটি সাধারণ ডায়েরী করেন।

    এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ জানায়, জি.ডির বিবরণে উভয়পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নোটিশ দেয়া হয়েছে এবং উভয়ে কাগজপত্র দেখে প্রয়োজনীয় গ্রহণ করা হবে বলে জানান।

    অন্যদিকে ইদু মিয়া গংরা তাদের জমির অংশে লুকিয়ে কিছু ইট সলিংয়ের কাজ করে ফেলছে। এ নিয়ে উভয়ের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।