চুনারুঘাটে শিশু বিয়ে বন্ধে পরিকল্পনা অধিদপ্তরের সভা

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারীঃ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা পর্যায়ে শিশু বিয়ে প্রতিরোধ, ছোট পরিবারের ধারণার উন্মেষ, পুষ্টি ও এ এনসি, পি এনসি ও ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা বিষয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার, স্কুল মাদ্রাসার শিক্ষক ও ইমামদের অংশগ্রহণে অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে ইউএনও মোহাম্মদ মাশশহুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপন কুমার শর্মা এডিটর কাম ট্রান্সলেটর আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চৌধুরী শামছুন নাহার, মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, আইয়ুব আলী মাষ্টার, চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌকির আহমদ, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক হাসান আলী প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, দুটির অধিক নয় একটি সন্তান হলেই ভাল হয় এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।