চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,ফারুক মিয়াঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা প্রতি বছরের ন্যায় এবারও শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৫ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা পরীক্ষা চলে।

    গতকাল শুক্রবার চুনারুঘাট সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ, উপ-পরিচালক সার্বিক মোহাম্মদ বিলাল মিয়া, উপ-পরিচালক নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন, সদস্য মোঃ রহমত আলী, মুদাচ্ছির রহমান সিরাজী, মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুল মালেক খান, কেন্দ্র প্রধান মোঃ আনিছুর রহমান, প্রভাষক বাস্তবায়ন বিভাগ, চুনারুঘাট সরকারি কলেজ।

    পরীক্ষা পরিদর্শন করেন কেন্দ্রীয় পরিদর্শক কাউসার আহমদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা সভাপতি অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, জেলা পরিচালাক মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শাহ্ আলম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইকবাল হোসেন, ইসলামী ফ্রন্ট উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস.এম. সুলতান খান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা শেখ জামান আহমদ, সাংবাদিক মোঃ ফারুক মিয়া, মাওলানা আজিজুর রহমান সোহাগ, আজিজ ইকবাল প্রমুখ।

    উল্লেখ্য যে, উপজেলার বিভিন্ন স্কুলের ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৫’শতাধিক ছাত্র হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।