চুনারুঘাটে রাস্তার মেরামত কাজে দূর্নীতির অভিযোগ

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০এপ্রিল,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একটি রাস্তার মেরামত কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা মেরামতের কাজ তড়ি-ঘড়ি করে শেষ করার প্রক্রিয়া শুরু করেছেন। এতে বিক্ষোব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

    কৃষ্ণপুর গ্রামের বিশ্বরোড থেকে গাতাবলা বাজার পর্যন্ত আধা কিলোমিটার কাজের ২০১৩-২০১৪ অর্থ বছরের এলজিইডি’র টাকায় ওই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বিশ্বরোড থেকে গাতাবলা বাজার পর্যন্ত রাস্তার মেরামত কাজের জন্য বরাদ্দ হয়।

    ওই কাজের ঠিকাদারী দায়িত্ব পান মোঃ কাজল মিয়া। মেরামত কাজের শুরু থেকেই নাম মাত্র পিজ মেরামত কাজ করতে দেখা যায়। কাজের নিয়ম অনুযায়ী আধা ইঞ্চি পিজ ঢালাই সহ আনুষাঙ্গিক কাজ সম্পূর্ণ করার কার্যাদেশে উল্লেখ থাকলেও তা না করে নিজের ইচ্ছেমতেই অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়েছেন ঠিকাদার মোঃ কাজল মিয়া।

    তার বিরুদ্ধে বিভিন্ন রাস্তার কাজের দূর্নীতির অভিযোগ পাওয়া রয়েছে। এ ব্যাপারে কৃষ্ণপুর, নরসিংহেরগাঁও, সাত্তালিয়া, আনন্দপুর, গাতাবলা, ভোলারজুম, জলিলপুর, আদমপুর, আব্দাছালিয়া সহ ৮/১০টি গ্রামের মানুষ অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। এ নিয়ে গ্রামবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।