চুনারুঘাটে যানজট নিরসনের দায়িত্ব কার ?

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মার্চঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে যানজট নিরসনের দায়িত্ব কার এ নিয়ে প্রশ্ন উঠেছে ভুক্তভোগীদের। পাওয়া তথ্য মতে, মধ্য বাজারে অধিকভাবে যানজট বেড়ে যাচ্ছে। গতকাল সোমবার দীর্ঘ যানজটের ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া ও পথচারীদের একটু বেশি। সাবধান হয়ে পথ চলতে হচ্ছে।

    সোমবার দুপুর ১১টা থেকে বিকাল পর্যন্ত যানজটের তীব্রতা অধিক রূপ নিয়েছে। উপজেলা প্রশাসনের কোন পদক্ষেপ না নেওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকাটাও যানজটের অন্যতম কারণ হিসেবে দাড়িয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যানজটের প্রধান কারণ হল সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল।

    বিশেষ করে সিএনজি, অটোরিক্সা, টমটম, মেক্সী, বড় ট্রাক ও বালু বোঝাই ট্রাক্টর সহ এলোপাতারী রিক্সা চলাচলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে করজোরে যানজট নিরসনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন।