চুনারুঘাটে মা ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

    0
    161

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের আফিল উদ্দিনের স্ত্রী মোছাঃ রেনু নেছা (৭০) বৃদ্ধা ও তার ছেলে রাজমিস্ত্রী লিটন মিয়া (২৫) কে দুর্বৃত্তরা বসত বাড়ীর সীম-সীমানা নিয়ে বেধরক মারপিট করে।

    জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ঘরগাঁও এলাকায় রেনু নেছার বসত বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এক পর্যায় রেনু আক্তারের সাথে রঙ্গু মিয়ার কথা কাটাকাটি হলে এ সময় দিনমজুর তার পুত্র লিটন এগিয়ে এসে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র সস্ত্রের আঘাতে রেনু নেছা সামনের দুটি দাত ভেঙ্গে দেয় এবং লিটন মিয়ার ডান হাতে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত হয়।

    তাদের শোর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মা ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত রেনু নেছা জানায়, ঘরগাঁও একই গ্রামের মৃত ছুরুত আলীর পুত্র নানু মিয়া (৪৫), মৃত রপন আলীর পুত্র রঙ্গু মিয়া (৪০), উরন আলীর পুত্র রমজান আলী (২৫), মৃত আমীর আলীর পুত্র কাদির (৪২) সহ একদল দুর্বৃত্তরা বসত বাড়ীর সীম-সীমানা নিয়ে বিরোধের জেরধরে এক পর্যায়ে কথাকাটাকাটি হলে দুর্বৃত্তদের ধারালো অস্ত সস্ত্রের আঘাতে মা ছেলে গুরুতর আহত হয়। আহত রেনু নেছার সাথে দীর্ঘদিন যাবৎ ধরে ওই এলাকার প্রভাবশালী নানু মিয়ার সাথে চলে আসছিল।

    এরই জেরধরে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে রেনু আক্তারের ছেলে লিটন মিয়া বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।