চুনারুঘাটে মাদকের রমরমা ব্যবসা

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বরঃ      চাচা-মামা বিভিন্ন নাম ডেকে ক্রেতারা গাজাঁ বিক্রেতাদের কাছে গিয়ে হাজির হন,  গাজাঁর পুড়িয়া নেব, আমারে দেন তো, আসেন এই সাইটে আসেন কেউ দেখে পেলবে নিয়া যান ২০ টাকার না ৩০ টাকার ? হবিগঞ্জের চুনারুঘাটের ভিতরে ১টি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা উপজেলা সদরসহ ছোট বড় বিভিন্ন হাটবাজারে অন্য ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

    সরে-জমিনে দেখা যায়,পৌর শহরের নতুনবাজার,উওরবাজার, বাল্লারোড, ক্রসরোড,খোয়াইনদীর পার,  মাছবাজারের ভিতরে অন্য ব্যবসার আড়ালে কাগজের মোড়কের ভেতরে রেখে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক দ্রব্য বিক্রি করছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান,হাজী ইয়াসিন সঃপ্রাঃবিঃ, ডি সি পি হাই স্কুল, সদর সঃপ্রাঃবিঃ, আনসার অফিসের সম্মুখ, বালিকা উচ্চ বিঃ ও সরকারি কলেজে সন্ধ্যার পর থেকেই রাত পর্যন্ত তরুণরা মাদক ব্যবসা ও নেশায় চড়িয়ে পড়ে।যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে।

    কিন্তু পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যথাযত ব্যবস্তা গ্রহণ করার পরেও জেল হাজত থেকে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পরেন। তাই এ ধরনের মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্তা নিলে ধ্বংসের পথ থেকে যুব সমাজ অনেকটাই ফিরে আসতে পারে বলে দাবি করেছেন সচেতন মহল।