চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমান  

    0
    179

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ মার্চঃ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত ৪টি রড-সিমেন্টের ব্যবাসায় প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এ জরিমান প্রদান করেন। জানাযায়, উত্তর বাজারে মহাসড়কে দীর্ঘ দিন যাবৎ রড রেখে বিক্রি করার অভিযোগে সোমা এন্টারপ্রাইজ ৫ হাজার, এএস এন্টারপ্রাইজ ৫ হাজার, জামাল এন্টারপ্রাইজ ৩ হাজার ও লিপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমান আদালতে সহযোগীতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে তনময় ইসলাম ও চুনারুঘাট থানার দারোগা হরিদাস সরকারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সড়কে রড রাখার কারনে সম্প্রতি সড়ক দুর্ঘটায় একজন পথচারী মারা গেছেন।

    এছাড়াও একাধিক দুর্ঘনায় বহুলোক আহত হয়েছেন। স্কুলগামী ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ব্যঘারে অভিযোগ আমাদের কাছে রয়েছে। এক সপ্তাহের মধ্যে সড়ক থেকে রড অপসারণ করা না হলে উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।