চুনারুঘাটে ভাঁপসা গরমে জনজীবন অতিষ্ট

    0
    290

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬অক্টোবর,শংকর শীল, ফারুক মিয়া: হবিগঞ্জের চুনারুঘাটে মৃদ্য থেকে মাঝারি ধরনের দাবদাহ ভাঁপসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। রাস্তায় নামলে যেন আগুনের মত জ্বলে যায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। ভাঁপসা গরমে কেটে খাওয়া মানুষসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে।

    দুই এক দিনের মধ্যে চুনারুঘাটের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হলেও এই গরমের তীব্রতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। টানা মাসখানেক ধরে প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়েছে উপজেলা সহ সর্বস্তরের মানুষ। দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। চুনারুঘাট সদর হাসপাতাল সূত্রে পাওয়া, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস সহ হিটস্ট্রোকের আশংকা প্রকোপভাবে বেড়ে যাচ্ছে। এই প্রচন্ড গরমে বৈদ্যুতিক পাখা ব্যবহার করেও স্বস্তি ফিরে পাচ্ছেন না।

    যার ফলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা হারিয়ে ফেলেছে। উপজেলা সহ ছোট ছোট এলাকাগুলোতে একটু স্বস্তির জন্য হাত পাখা দিয়ে বাতাস নিচ্ছেন অনেকে, গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, তরল খাবার সহ ফ্রিজের ঠান্ডা জাতীয় পানি পান করে জনমনে স্বস্তির চেষ্টা করছেন।