চুনারুঘাটে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের ফুটবল বিতরণ

    0
    162

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৬ একাদশ ক্লাবের খেলোয়াড়দের মাঝে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন পৃথকভাবে ৬টি ফুটবল বিতরণ করেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে নাছিমাবাদ চা বাগানের খেলার মাঠে বিবাহিত ও অবিবাহিত এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ফুটবল বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

    বিতরণ সভায় সভাপতিত্ব করেন নাছিমাবাদ চা বাগানের বাবু মোঃ কামরুল হাসান রুমেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯নং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ দেব নাথ, চুনারুঘাট খেলোয়াড় কল্যাণ সমিতির নেতা রানীগাঁও ইউনিয়ন যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট ফুটবলার চন্দ্র কুমার দেবনাথ, যুবলীগ নেতা মতিউর রহমান দরবেশ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নেতা ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইকবাল হোসেন সবুজ, যুবলীগ নেতা ও সমাজ সেবক উস্তার আলী, জালাল মিয়া, বিমল বাবু, উত্তম বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উলে¬খ্য, ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সৌজন্যে নাছিমাবাদ চা বাগানের দুই দল খেলোয়াড়কে ২টি ফুটবল, রাজাকোনা পশ্চিম আতিকপুরে ১টি, চৌধুরীগাও ও পাঁচগাতিয়ায় ২টি মোট ৬টি ফুটবল বিতরণ করা হয়েছে। এ ফুটবলগুলো পেয়ে নাছিমাবাদ চা বাগানের চা শ্রমিকসহ খেলোয়ারদের মাঝে আনন্দ ও ফুটবল খেলার উৎসাহ বৃদ্ধি পেয়েছে।