চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাত

    0
    262

    হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাত সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দলবদ্ধ কুকুরের কারণে রাস্তায় হাঁটাচলা দুষ্কর হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগামী ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পাচ্ছে। এসব কুকুরের কারণে অভিভাবকরা সব সময় শংকিত থাকে। জানাযায়, চুনারুঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্নস্হানে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। ফলে এলাকাবাসী নিত্য সময় শংকার মধ্যে থাকতে হচ্ছে। সংঘবদ্ধভাবে এসব কুকুর রাস্তাঘাটে, হাটবাজারে হাঁটাচলার পথে বসে থাকে। মানুষ দেখলে ঘেউ ঘেউ
    করে তেড়ে আসে। এতে করে কচি কাঁচা শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পায়। অভিভাবকরা থাকে শংকার মধ্যে। এক এলাকার কুকুর অন্য এলাকার কুকুর দেখলে তাড়া করে দৌড়ায়।এসময় পথচারীদের পথ চলতে বেকায়দায় পড়তে হয়। সারাক্ষণ ঘেউ ঘেউ ও কুকুরের ঝগড়ার বিকট শব্দে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতভর কুকুরের উৎপাতে গ্রামের ঘুমানো এক প্রকার দায় হয়ে পড়েছে। কুকুরের শব্দে অসুস্থ রোগীদের শান্তিতে ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে। অবশ্য রাতে এলাকায় অবাঞ্ছিত লোক দেখলে এসব বেওয়ারিশ কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠে। এসময় এলাকার লোকজন ঘুম ভেঙ্গে সজাগ হয়ে উঠে।

    এতে করে হাঁটাচলা ও কষ্টকর।তাছাড়া এসব বেওয়ারিশ কুকুর অপরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে ফসলি জমির ফসলেরও ক্ষতি সাধন করছে। বাড়ি ঘরের চারাদিকে এসব কুকুর আরামে ঘুমানোর জন্য বড় বড় গর্ত করে ফেলে। নিত্য সময় গর্ত ভরাট করতে গৃহস্হবাড়ির বউঝিদের মাটির জন্য দুর্গতি পোহাতে হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর নিধন করার জন্য উপজেলার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভোক্তভোগী মানুষেরা।