চুনারুঘাটে বাজারের পরিবেশ দূষিত হচ্ছেঃকে দেখবে ?

    1
    497

    “চুনারুঘাটে আহম্মদাবাদ ইউনিয়নে আমুরোড বাজারের বিভিন্ন স্থানে  ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জুন,এম এস জিলানী আখনজী:চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড খোলা বাজার, মাছ বাজার, মেইন রোড ও মসজিদ সংলগ্ন স্থানে ময়লা-আবর্জনার কারনে পরিবেশ দূষিত হচ্ছে। এতে সাধারন মানুষ পোহাতে হচ্ছে কষ্ট। এ বাজারটি মেইন রোডের পাশেই অবস্থিত। খোলা বাজার ও মাছ বাজার সাপ্তাহে দু’দিন বসে। বর্জ্য ফেলার ডাস্টবিন থাকলেও নেই কোন চলাচলের পথ। ইতিমধ্যে বাজার নির্বাচন ৩বছর মিয়াদী থাকলেও এখন তার উর্ধে চলছে বয়স। বাজার কর্তৃপক্ষের এসব অনিয়ম অব্যবস্থাপনা ও সময়মত ময়লা-আবর্জনা পরিস্কার না করায় উল্লেখজনকহারে মশার উপদ্রব বেড়েছে।

    এছাড়াও বাজারের বিভিন্ন স্থানে কাগজ, পিয়াজের চোলকা, পঁচা মাছ ও পরিবারের দৈনন্দি ময়লা-আবর্জনা ফেলে রাখায় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান, নিয়ম অনুযায়ী ময়লা-আবর্জনা বেড়ে যাওয়ার সাথে সাথেই বর্জ্য ফেলার ডাস্টবিন পরিস্কার করা প্রয়োজন ছিল, কিন্তু তা না করে বাজার কর্তৃপক্ষ এ ব্যাপারে আমলে নেননি।

    নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক বাসিন্দা জানায়, বেশ কিছুদিন ধরে বর্ষায় ময়লা-আবর্জনা পঁচে পরিবেশ দূষন হচ্ছে। ময়লা ফেলার ডাস্টবিন পরিস্কার না থাকায় রাস্তাসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষন করা হচ্ছে। এছাড়াও কাচাঁ বাজারের অবস্থা অত্যান্ত নাজুক পথচারীদের চলাচলের মারাত্মক অসুবিধা ও নাকে চেপে চলাচল করতে হয়। এসব বিষয়ে বাজার কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে আসছে।

    তাছাড়াও দিনের পর দিন ময়লা পানি জমে থাকায় রোগ জীবাণুসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসা, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ কোথাও দিনে-রাতে স্থির থাকা মুশকিল হয়ে পড়েছে। বাজারবাসীর দাবি উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে পাশাপাশি বাজারের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে উল্লেখিত সমস্যাগুলো নিরসনে বাজার কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বাজারবাসীর।