চুনারুঘাটে ফকির ফতু শাহ মাজারে অশ্লীল নাচ গানের আসরঃখাদেমের আশ্রয়ে মদ গাঁজা সেবনের অভয়াশ্রম

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মে,ফারুক মিয়া: চুনারুঘাটের প্রত্যন্ত এলাকার এক মাজারে রাতভর অশ্লীল গান ও নৃত্যের আসর জমানোর পাশাপাশি মদ, গাঁজা বিক্রি ও সেবনের জমজমাট আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। মাজামের খাদেমের আশ্রয় ও প্রশ্রয়ে প্রতিদিনের এসব আসরের প্রধান শিকারে পরিণত হচ্ছে উঠতি যবক ও তরুনেরা। দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চলে আসলেও দেখেও না দেখার ভান করে আসছেন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা।

    জানা যায়, চুনারুঘাটের সাটিয়াজুড়ী ইউনিয়নের কালাপুর গ্রামে অবস্থিত ফকির ফতু শাহ মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অশ্লীল নৃত্য, মদ, গাঁজা ও জুয়ার আসর। দেশের বিভিন্ন স্থান হতে মেয়েদের এনে গানের আসরের নামে রাতভর চলে অশ্লীল নৃত্য ও দেহব্যবসা। রাতভর হৈ-হুল্লোড় করার ফলে আশেপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবার পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়াশুনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। মাজারের খাদেম আ. ছাত্তার এসব অপকর্মের মূলহোতা বলে এলাকাবাসী জানান।

    উল্লেখ্য, মাজারের পাশেই রয়েছে একটি হাফেজখানা, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র ও বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মাজারে সংঘটিত অপকর্মের ফলে বাধাগ্রস্থ হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ড। বিষয়টি নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন নিবেদন করেও শান্তি পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।