চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদক ব্যবসা!

    0
    402

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্টঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদক ব্যবসানষ্ট হচ্ছে সভ্য সমাজের সাধারণ মানুষ। পাওয়া তথ্যমতে, হাতুন্ডা, চন্দনা, দক্ষিণ বাসস্ট্যান্ড, উত্তর বাসস্ট্যান্ড, দুর্গাপুর, নয়ানী, চুনারুঘাট সরকারী কলেজের যাত্রী ছাউনী, খোয়াই নদীর পাড়, আসামপাড়া বাজার, বাল্লা রোড, ক্রসরোড, উপজেলা পরিষদের আনসার বিডিবির অফিসের সামন, আমুরোড বাজার, আমতলী বাজার, শুকদেবপুর, শাকির মোহাম্মদ, বাসুল¬া, সাটিয়াজুরী, নতুন বাজার, মুড়ারবন্দ মাজার এলাকা ও শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ সহ অর্ধশতাধিক মাদক স্পট রয়েছে।

    এই স্পট গুলোতে উঠতি বয়সের স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীরাও জড়িয়ে পড়েছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামে সারা বছরই প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়।

    এই স্পট গুলোতে হিরোহিন, ফেনসিডিল, গাজা, ইয়াবা ট্যাবলেট সহ চোলাই মদ, কোমল পানীয় এর খালি বোতলে ভরে বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়। কিন্তু পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আটক করে জেল হাজতে প্রেরণ করলেও পরে সঠিক মত সাজা না পেয়ে তারা এলাকায় ফিরে আবার বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

    তাই এই ধরণের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলে মাদকের প্রভাব অনেকটাই কমে আসবে বলে দাবী করেছেন সভ্য সমাজের সমাজের সাধারণ মানুষ।