চুনারুঘাটে প্রতিবন্ধী দুই শিশু সন্তান নিয়ে ভিক্ষা করছে অসহায় মা

    0
    482

    নিজস্ব প্রতিবেদক:  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের রেসমিন আক্তার (২৫) নামে অসহায় এক “মা” তার ১ প্রতিবন্ধী শিশু পুত্রসহ আরো ২ শিশু সন্তান নিয়ে পেটের দায়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। ৯ বছরের শিশু প্রতিবন্ধী ইয়াসিন মিয়া না পারে কথা বলতে,, না পারে উঠে দাঁড়াতে, শুধু শিশুটির মুখ থেকে বের হতে থাকে লালা, দিতে হয় খাবার মুখে তোলে।

    ১ প্রতিবন্ধী শিশু পুত্রসহ আরো ১ শিশু পুত্র ও ১ শিশু কন্যা সন্তান নিয়ে মহাবিপাকে পড়েছে “মা” রেসমিন আক্তার। রেসমিনের স্বামী সুজন মিয়া মাদকাসক্ত, রাখে না কোনো খোঁজখবর। প্রতিবন্ধী ইয়াসিনকে নিয়ে আরো ২ শিশু সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে রেসমিন।

    শনিবার (২১ নভেম্বর) চুনারুঘাট পৌরশহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেইটের সামনে প্রতিবন্ধী শিশু ইয়াসিন ও আরো ২শিশু সন্তান নিয়ে ভিক্ষা করতে দেখা গেছে রেসমিনকে।

    রেসমিন আক্তার বলেন, তার স্বামী সুজন মিয়া মাদকাসক্ত,, দেড়বছর ধরে আমাদের কোনো খোঁজখবর নেন না। ৩ শিশু সন্তান নিয়ে পেটের দায়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি।

    রেসমিন আরো বলেন, এ বিষয়ে আমি আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র কাছে সাহায্য -সহযোগীতা চেয়েছি। তিনি ২ হাজার টাকা প্রদান করেছেন।

    আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ফোন আলাপকালে তিনি বলেন, রেসমিন আক্তার সাহায্যের জন্য আমার কাছে আসলে আমি সাহায্য- সহযোগিতা করেছি এবং আরো করবো বলে তিনি জানান।