চুনারুঘাটে পুলিশের উপর ছাত্রদলের ইট-পাটকেল নিক্ষেপ:৪ পুলিশ আহত

0
565
চুনারুঘাটে পুলিশের উপর ছাত্রদলের ইট-পাটকেল নিক্ষেপ:৪ পুলিশ আহত
চুনারুঘাট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এর চিত্র।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ২ এসআইসহ ৪  পুলিশ সদস্য আহত হয়েছে। এর পর পরই অভিযান চালিয়ে পুলিশ উপজেলা তাতীদলের আহবায়ক মানিক মিয়াকে আটক করেছে।

উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি প্রতিবেদক

স্থানীয়রা জানায়, রবিবার ২৯ মে বিকাল সাড়ে ৪ টায় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের মধ্যবাজারে আসলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ বাধা দেয়।এ সময় মিছিল থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় আহতরা হলেন এসআই অজিত তালুকদার ও এসআই মুশফিকুর রহমানসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বিএনপি সমর্থকদের বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র দল। মিছিলটি পৌর শহরের মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। ইট পাটকেল নিক্ষেপের প্রশ্নই উঠে না।

পুলিশের সুত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।পরে অভিযান চালিয়ে তাতীদলের আহবায়ক মানিক মিয়াকে আটক করে। এ রির্পোট লেখা পযর্ন্ত চুনারুঘাট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।