চুনারুঘাটে পাওনা টাকাকে কেন্দ্র করে গুরুতর আহত-১

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হরিণমারা গ্রামের আনোয়ার আলীর পুত্র ছিদ্দিক আলী (৩০) কে পাওনা টাকা নিয়ে কেন্দ্র করে তার ডান হাত ভেঙ্গে দিয়েছে ও সারা শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজনরা। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে হরিণমারা গিয়াস উদ্দিনের মুদিমালের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

    এক পর্যায়ে আনোয়ার আলী (৭০) এর পাওনা টাকা যাইতে গেলে ছিদ্দিক আলীর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় আনোয়ার আলীর ছেলে ছিদ্দিক আলী বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনরা উত্তেজিত হয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ছিদ্দিক আলী গুরুতর আহত হয়। তার আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত ছিদ্দিক আলী জানান, উপজেলার হরিণমারা একই গ্রামের মৃত আঃ মতলিবের পুত্র মোঃ আঃ খালেক (৩৫) ও তার ছোট ভাই সিদ্দিক আলী (২৫) সহ প্রতিপক্ষের লোকজনরা পাওনা টাকা দিতে অপরাগতা স্বীকার করলে এসময় আনোয়ার আলীর সাথে কথাকাটাকাটি হলে উত্তেজিত হয়ে আঃ খালেক ও ছিদ্দিক আলী দুই ভাইয়ের দেশীয় অস্ত্রসস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ছিদ্দিক আলী।

    মামলার বিবরণে জানা যায়, ছিদ্দিক আলীর সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এবং মুদি দোকানের মালিক গিয়াস উদ্দিনের মুদিমালের দোকানে ভাংচুর ও লুটপাট করে ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষের লোকজনরা। এ ব্যাপারে ছিদ্দিক আলীর পিতা আনোয়ার আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আসামী করে একটি মামলা দায়ের করেন।

    চুনারুঘাট থানার এস.আই মলাই ঘটনাস্থলটি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আঃ খালেকের সাথে আনোয়ার আলীর ৩ হাজার টাকা পাওনা টাকা নিয়ে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। বিগত ১ বছর ধরে ৩ হাজার টাকা আনোয়ার পাওনাদার ছিল।