চুনারুঘাটে নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অপসারনের দাবিতে বিক্ষোভ

    0
    198

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জানুয়ারী:  হবিগঞ্জের চুনারুঘাটে গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে ঘুষ, দূর্নীতি ও ভোট কারচুপির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মাশহুদুল কবীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরীর অপসারণ এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ শুরু করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এর দাবিতে পৌর শহর প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে  সমাবেশ করেছেন নেতৃবৃন্দ।
    আওয়ামীলীগ নেতা আব্দুল ছামাদ মাষ্টারের পরিচালনায়, বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ভিপি শফিউল আলম মানিক, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, ওয়াহেদ আলী ও সাভেক চেয়ারম্যান, সামসুল জামান শামীম, তাহের মহদার, রইছ উল্লাহ মেম্বার, যুবলীগ নেতা নাজিম রেজা, কৃষকলীগ নেতা খন্দকার কবির মায়া, তরুণলীগ নেতা, রুমন ফরায়েজী ও মোঃ বাবুল মিয়া, ছাএলীগ নেতা সোহেল আরমান, তোফাজ্জল হোসেন সুমন, বিল্লাল আহমেদ, ইফতেখার রিপন সহ আরও অনেকে।
    বিক্ষোভ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন,৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের আওয়ামীলীগের একক প্রার্থী (নৌকা) সাইফুল আলম রুবেল কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী চুনারুঘাট সদর সঃ প্রাঃ বিঃ ও হাজী ইয়াসিন সঃ প্রাঃ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ঘুষ খেয়ে ভোট কারচুপি করে বিএনপির একক প্রার্থী ( ধানের চড়া ) নাজিম উদ্দিন শামসু কে জয়ী করেছেন। যতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী কে অপসারণ না করা হবে এবং ততদিন পর্যন্ত নেতৃবৃন্দরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবেন।